জাগতিক চাহিদায় খেই হারিয়ে ফেলার এই পৃথিবীতে নির্দিষ্ট প্রাপ্তির পেছনে হন্যে হয়ে ঘুরে মরছে সকলে। এরকমই একটা মনের গহীনের আকাঙ্খাকে গানের ভাষায় তুলে ধরার বৃথা চেষ্টার নাম “নিশ্চুপ”। অপেশাদার লেখক ইব্রাহীম রাজুর একটি লেখাকে সুর ও সংগীতের ব্যঞ্জনায় তুলে এনেছেন শিল্পী মঞ্জুর বিপুল। অনেক দিনের শ্রম-মেধা অার পরিশ্রমে করা হয়েছে এই জীবনমুখী গানটি। কেমন হয়েছে তার উপলব্ধির ভার শ্রতাদের করকমলে রইল। দর্শক শ্রোতাদের ভালবাসা অার অনুপ্রেরনায় এমন গান অারো প্রকাশিত হবে, নিশ্চয়ই। সকল কৃতিত্ব অপরকে দিয়ে ব্যর্থতার পুরো ভার নিজেদের কাঁধেই নিয়েছেন এর সাথে সংশ্লিষ্ট সবাই। সুন্দর অার ভালোর প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা।
Leave a Reply