Live24.com.bd করোনায় আক্রান্ত জেসুস-ওয়াকার

করোনায় আক্রান্ত জেসুস-ওয়াকার


rajibm250 ডিসেম্বর ২৬, ২০২০, ১১:০১ পূর্বাহ্ণ
করোনায় আক্রান্ত জেসুস-ওয়াকার

ম্যানচেস্টার সিটির সামনে টানা তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ। আর তার আগে এলো দুঃসংবাদ। দলের দুই ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস এবং কাইল ওয়াকার করোনায় আক্রান্ত। ফলে আগামী দু’সপ্তাহ তাঁদের পাওয়া যাবে না।

শুধু ফুটবলাররাই নন, ম্যান সিটির দুই সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আপাতত স্বেচ্ছাবন্দি থাকবেন। শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে তাঁকে পাবেন না কোচ পেপ গার্দিওলা। শুধু তাই নয়, ২৮ ডিসেম্বর এভারটন এবং ৩ জানুয়ারি চেলসির বিরুদ্ধেও তাঁদের পাওয়া যাবে না।

তবে গার্দিওলা আশান্বিত হতে পারেন এটা ভেবে যে, জেসুসের সম্ভাব্য পরিবর্তে সার্জিও আগুয়েরো সুস্থ হয়ে উঠেছেন। বুধবার আর্সেনালের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে ১২ মিনিট খেলেছিলেন।
এ দিকে, মে মাসেই দু’বার করোনার নিয়ম ভেঙে বিপদে পড়েছিলেন ওয়াকার। ক্ষমাও চেয়েছিলেন। প্রিমিয়ার লিগে এখন অষ্টম স্থানে রয়েছে সিটি।