লা লিগায় ভ্যালেন্সিয়া বিপক্ষে রাতে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। করোনায় আক্রান্ত হওয়ায় এডার মিলিতাও, এইডেন হ্যাজার্ড এবং ক্যাসেমিরোকে এ ম্যাচে পাচ্ছে না রিয়াল।
বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।
এদিকে ফর্মে নেই রিয়ালের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। চলতি মৌসুমে ৮ ম্যাচ খেলে জিতেছে মাত্র ২টিতে। রিয়ালের বিপক্ষেও সাম্প্রতিক রেকর্ড ভালো নেই দলটির। সর্বশেষ ৬ ম্যাচে মাত্র ১টি জয় তাদের।
৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগা পয়েন্ট তালিকায় ৩ নম্বরে রয়েছে জিনেদিন জিদানের শীষ্যরা। অপরদিকে ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া রয়েছে ১৫ নম্বরে। আর ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রছেছে অ্যাথলেটিকো মাদ্রিদ।
Leave a Reply