ইসরায়েলের কারাগারে ১০৩ দিন যাবত অনশনরত ফিলিস্তিনি বন্দী মাহের আল আখরাস অনশন শেষ করেছেন।গতকাল শুক্রবার (৬ নভেম্বর) কোনো অভিযোগ ও বিচার ছাড়াই ইসরায়েলের কারাগারে প্রায় চার মাস যাবত অনশনরত রাজনৈতিক বন্দী মুক্তির আশ্বাস পেয়ে অনশন শেষ করেছেন বলে জানান মাহেরের স্ত্রী।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে তাঁর স্ত্রী জানান, একটি সশস্ত্র দলের সদস্য হওয়ার অভিযোগে ইসরায়েল তাঁর স্বামীকে আটক করে। দীর্ঘ ১০৩ দিন পর আজ তাঁর স্বামী অনশন করে।
তিনি আরো জানান, তাঁর স্বামীর অবস্থা খুবই গুরুতর হলেও তাঁর মুক্তির আশ্বাসে তিনি আনন্দিত।
এদিকে প্যালেস্টাইন প্রিজনার ক্লাব জানায়, ইসরায়েল কর্তৃপক্ষের প্রশাসনিক আটকের মেয়াদ আর না বাড়ানোর প্রেক্ষিতে আখরাস অনশন শেষ করেছে। অবশ্য তিনি আগামী ২৬ নভেম্বর মুক্তি পাবেন। মুক্তি পাওয়া পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন।
গত ২৭ জুলাই আখরাসকে আটক করা হয়। তখন থেকেই তিনি সব ধরনের খাবার গ্রহণ বন্ধ করে অনশন শুরু করেন। সেপ্টম্বর মাসে চিকিৎসার জন্য তাকে কাপলান হাসপাতালে নেওয়া হয় এবং অদ্যবধি তিনি সেখানেই আছেন।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট জানায়, আখরাস ইসলামিক জিহাদের সক্রিয় সদস্য। তবে এ দাবী তাঁর স্ত্রী অস্বীকার করে।
এর আগে গত সপ্তাহে আখরাসের স্বাস্থ্য অবস্থার চরম অবনতি হওয়ায় সতর্ক করে ইউরোপীয় ইউনিয়ন। সূত্র : মিডল ইস্ট আই
Leave a Reply