Dhaka 8:32 am, Thursday, 25 April 2024

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৫

  • Reporter Name
  • Update Time : 05:58:16 am, Saturday, 3 July 2021
  • 555 Time View

এনবি নিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। উপজেলার হাতিয়া নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ শনিবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন নিহত হন। এ সময় আহত হন আরও সাত জন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ৫

Update Time : 05:58:16 am, Saturday, 3 July 2021

এনবি নিউজ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও পাঁচ জন। উপজেলার হাতিয়া নামক স্থানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, আজ শনিবার সকালে কালিহাতী উপজেলার হাতিয়া নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী মাছভর্তি একটি পিকআপভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন নিহত হন। এ সময় আহত হন আরও সাত জন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে টাঙ্গাইল ২৫০ শয্যাবিশিষ্ট জেনালের হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং অগ্নিকাণ্ড ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।