Dhaka 4:43 pm, Tuesday, 23 April 2024

মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • Reporter Name
  • Update Time : 06:39:33 am, Saturday, 3 April 2021
  • 329 Time View

এনবি নিউজ : মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় আঁখি আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার টুবিয়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।

স্বজনেরা জানান, দেড় বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের আঁখি আক্তারের সঙ্গে একই গ্রামের আরিফ বেপারীর বিয়ে হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই-বোন। বিয়ের সময় আঁখির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়। কিন্তু এরপরও প্রতিনিয়ত যৌতুকের জন্য আঁখির ওপর মানসিক নির্যাতন শুরু করেন আরিফ। পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় আঁখির ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। গত এক সপ্তাহ ধরে নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে।

বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আঁখিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাদারীপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Update Time : 06:39:33 am, Saturday, 3 April 2021

এনবি নিউজ : মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের টাকা না দেওয়ায় আঁখি আক্তার নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার টুবিয়া গ্রামে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে স্বজন ও এলাকাবাসী।

স্বজনেরা জানান, দেড় বছর আগে মাদারীপুর সদর উপজেলার টুবিয়া গ্রামের আঁখি আক্তারের সঙ্গে একই গ্রামের আরিফ বেপারীর বিয়ে হয়। সম্পর্কে তাঁরা মামাতো-ফুপাতো ভাই-বোন। বিয়ের সময় আঁখির পরিবারের পক্ষ থেকে ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় আসবাবপত্রও দেওয়া হয়। কিন্তু এরপরও প্রতিনিয়ত যৌতুকের জন্য আঁখির ওপর মানসিক নির্যাতন শুরু করেন আরিফ। পরিবার দরিদ্র হওয়ায় যৌতুকের টাকা দিতে না পারায় আঁখির ওপর শুরু হয় শারীরিক নির্যাতন। গত এক সপ্তাহ ধরে নির্যাতনের পরিমাণ বাড়তে থাকে।

বিষয়টি এলাকার মুরুব্বিদের জানালে ক্ষিপ্ত হয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় আঁখিকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আব্দুল হান্নান জানান, ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিফ বেপারীকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।