ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ট্রাম্পের শপথের পর সরকারের ওপর চাপ বাড়বে: নওফেল

  • নিউজ ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী মাসগুলোয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে নবাগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে নওফেলের দেওয়া একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে নওফেল বলেন, ‘ড. ইউনুস হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন। আমি নিশ্চিত যে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতের ঘটনা থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে। বাংলাদেশ যেন সারা বিশ্ব থেকে ইসলামিক চরমপন্থীদের জন্য নতুন আবাসে পরিণত না হয়।

নওফেল বলেন, বাংলাদেশে গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতির কারণে অর্থনৈতিক ও শিল্প অস্থিরতা বেড়েছে। এ ছাড়া সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহে। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এ রকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া।

বিশ্বের ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই।

ট্রাম্পের শপথের পর সরকারের ওপর চাপ বাড়বে: নওফেল

আপডেট: ০৪:৪৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ফাইল ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, আগামী মাসগুলোয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে মার্কিন যুক্তরাষ্ট্রে নবাগত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোভাবের ওপর।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে নওফেলের দেওয়া একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে নওফেল বলেন, ‘ড. ইউনুস হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বিনিয়োগ করেছিলেন। আমি নিশ্চিত যে ২০ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের জন্য কিছু প্রতিক্রিয়া হবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতিকে অন্যান্য সংঘাতের ঘটনা থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়। বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে। বাংলাদেশ যেন সারা বিশ্ব থেকে ইসলামিক চরমপন্থীদের জন্য নতুন আবাসে পরিণত না হয়।

নওফেল বলেন, বাংলাদেশে গত পাঁচ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অনতির কারণে অর্থনৈতিক ও শিল্প অস্থিরতা বেড়েছে। এ ছাড়া সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নিজের দ্বিতীয় ও শেষ মেয়াদে আগামী সোমবার (২০ জানুয়ারি) শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তবে ৪০ বছর পর পুনরাবৃত্তি হতে যাচ্ছে শপথ অনুষ্ঠানের আবহে। ট্রাম্প শপথ নেবেন ইনডোরে। সবশেষ ১৯৮৫ সালে রোনাল্ড রিগ্যানের শপথ অনুষ্ঠান হয়েছিল এ রকমভাবে। কারণ হিসেবে বলা হয়েছে মার্কিন আবহাওয়া।

বিশ্বের ক্ষমতাধর দেশটির প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বনেতাদের। অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই।