Dhaka 6:49 pm, Thursday, 2 May 2024

ফেনীতে ভবন বিস্ফোরণ, দুই মেয়েসহ মা দগ্ধ

  • Reporter Name
  • Update Time : 03:27:09 am, Saturday, 6 March 2021
  • 462 Time View

 

এনবি নিউজ : ফেনী শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখা যায় সফিক ম্যানশনে আগুন জ্বলছে৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ছাড়া জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।

এদিকে বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা যায়নি৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী।

এসপি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা তদন্ত করবে৷ এরপর বিস্ফোরণের কারণ জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ফেনীতে ভবন বিস্ফোরণ, দুই মেয়েসহ মা দগ্ধ

Update Time : 03:27:09 am, Saturday, 6 March 2021

 

এনবি নিউজ : ফেনী শহরে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় মা ও দুই মেয়ে দগ্ধ হয়েছে। শহরের শহীদুল্লাহ কায়সার সড়কের সফিক ম্যানশনে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই বিস্ফোরণ ঘটে।

মেহেরুননেছার শ্বশুর আবুল কাশেম জানান, তাঁর ছেলে আবুধাবী প্রবাসী। পুত্রবধূ মেহেরুননেছা, দুই নাতনি ফারা ইসলাম ও হাফসা ইসলামকে নিয়ে তিনি দুই বছর ধরে সফিক ম্যানশনের পঞ্চম তলায় ভাড়া বাসায় বসবাস করছেন। বিস্ফোরণে তাঁর দুই নাতনি ও পুত্রবধূ অগ্নিদগ্ধ হয়।

স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার রাতে বিকট শব্দ শুনে বাইরে বের হয়ে দেখা যায় সফিক ম্যানশনে আগুন জ্বলছে৷ পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনাস্থল থেকে দগ্ধদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে তাঁদের ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে ভবনের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ তলার কয়েকটি কক্ষ আগুনে পুড়ে যায়। এ ছাড়া জানালার গ্লাস ও দরজা ভেঙে যায়।

এদিকে বিস্ফোরণ ও আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়৷ তবে বিস্ফোরণের কারণ এখনও উদঘাটন করা যায়নি৷ গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও জেলা পুলিশ সুপার (এসপি) খোন্দকার নুরুন্নবী।

এসপি জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে ঘটনা তদন্ত করবে৷ এরপর বিস্ফোরণের কারণ জানা যাবে।