Dhaka 2:12 am, Wednesday, 24 April 2024

প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়

  • Reporter Name
  • Update Time : 03:26:32 am, Saturday, 10 February 2024
  • 1 Time View

চলছে বিপিএলের দশম আসর। আর এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাকিয়ে এক রোমাঞ্চকর খেলা উপহার দিয়েছেন তাওহিদ হৃদয়। আসরের প্রথম সেঞ্চুরির পাশাপাশি নিজের বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটি প্রথম শতক তার। দুর্দান্ত এই সেঞ্চুরিটি তার মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’

হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রথম সেঞ্চুরি মাকে উৎসর্গ করলেন হৃদয়

Update Time : 03:26:32 am, Saturday, 10 February 2024

চলছে বিপিএলের দশম আসর। আর এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাকিয়ে এক রোমাঞ্চকর খেলা উপহার দিয়েছেন তাওহিদ হৃদয়। আসরের প্রথম সেঞ্চুরির পাশাপাশি নিজের বিপিএল ও টি-টোয়েন্টি ক্যারিয়ারেও এটি প্রথম শতক তার। দুর্দান্ত এই সেঞ্চুরিটি তার মাকে উৎসর্গ করেছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৫৭ বলে ১০৮ রান করেন হৃদয়। তার এমন ইনিংসে ভর করেই জয়ের দেখা পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাইতো ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই মিডল অর্ডার ব্যাটারের হাতে।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে হৃদয় বলছিলেন, ‘টি-টোয়েন্টিতে প্রথম শতক পেয়েছি, আলহামদুলিল্লাহ। এটা প্রতিটা ব্যাটারেরই স্বপ্ন, যে একটা সেঞ্চুরি করবে। গত বছর আমার সুযোগ ছিল সেঞ্চুরি করার, কিন্তু করতে পারিনি। আলহামদুলিল্লাহ, যে এবার সেঞ্চুরি হয়েছে।’

হৃদয়ের লক্ষ্যই ছিল আক্রমণাত্মক খেলা। মাঠে গিয়ে সেটাই বাস্তবায়ন করেছেন। তিনি বলছিলেন, ‘সেঞ্চুরি তো প্রতিটি ব্যাটারের জন্যই গুরুত্বপূর্ণ। আমি প্রথম থেকে চেষ্টা করেছি আক্রমণাত্মক খেলার। কারণ রান ছিল ১৭০ প্লাস, যদি ওখানে দুই তিনটা ওভার ব্যাকফুটে যাই (তাহলে ম্যাচ থেকে ছিটকে যাবো)।’