Dhaka 4:54 pm, Wednesday, 8 May 2024

খুলনায় ‘আনসার আল ইসলামের দুই সদস্য’ আটক

  • Reporter Name
  • Update Time : 04:42:05 am, Tuesday, 24 August 2021
  • 580 Time View

 

এনবি নিউজ : খুলনা মহানগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে তাঁদের আটক করে। আটক দুজনের নাম নাসিম ও হাসান।

সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে গতকাল বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়েছে। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁরা উগ্রবাদী মতবাদ প্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

তাপস কর্মকার আরও জানান, আটক দুজনের সহযোগীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

খুলনায় ‘আনসার আল ইসলামের দুই সদস্য’ আটক

Update Time : 04:42:05 am, Tuesday, 24 August 2021

 

এনবি নিউজ : খুলনা মহানগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম-এর দুই সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডি, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ও মহানগর পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে গতকাল সোমবার বিকেলে তাঁদের আটক করে। আটক দুজনের নাম নাসিম ও হাসান।

সিআইডি খুলনা মেট্রো অ্যান্ড জেলা ইউনিটের সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলছেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ময়লাপোতা মসজিদের সামনে থেকে গতকাল বিকেলে আনসার আল ইসলামের সদস্য নাসিম ও হাসানকে আটক করা হয়েছে। এরপর তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বোমা তৈরির বিপুল সরঞ্জাম, একটি এয়ারগান, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সদস্য সংগ্রহ ফরম ও জিহাদি বই উদ্ধার করা হয়। তাঁরা উগ্রবাদী মতবাদ প্রচার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সদস্য সংগ্রহ, দাওয়াতি কার্যক্রম, সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় ও নাশকতার পরিকল্পনা করে আসছিলেন।

তাপস কর্মকার আরও জানান, আটক দুজনের সহযোগীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে নগরীর লবণচরা থানায় মামলার প্রস্তুতি চলছে।