Dhaka 7:15 pm, Wednesday, 8 May 2024

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ নিহত ২

  • Reporter Name
  • Update Time : 03:54:29 am, Friday, 17 September 2021
  • 667 Time View

এনবি নিউজ : কিশোরগঞ্জে বাড়ির সীমানায় শিশুদের মলমূত্রত্যাগের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— বানেছা খাতুন (৬২) ও রতন মিয়া (৩৩)।

বানেছা খাতুন শিমুলিয়া গ্রামের নুরু মিয়ার স্ত্রী এবং রতন মিয়া একই পরিবারের ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় মলমূত্রত্যাগের ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবু হানিফের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার। এ সময় বানেছা খাতুন ও রতন মিয়াসহ সাতজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে দুজন মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় নারীসহ নিহত ২

Update Time : 03:54:29 am, Friday, 17 September 2021

এনবি নিউজ : কিশোরগঞ্জে বাড়ির সীমানায় শিশুদের মলমূত্রত্যাগের জেরে প্রতিপক্ষের হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— বানেছা খাতুন (৬২) ও রতন মিয়া (৩৩)।

বানেছা খাতুন শিমুলিয়া গ্রামের নুরু মিয়ার স্ত্রী এবং রতন মিয়া একই পরিবারের ছিদ্দিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় মলমূত্রত্যাগের ঘটনা কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার আগে আবু হানিফের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিবেশী শুক্কুর আলীর পরিবার। এ সময় বানেছা খাতুন ও রতন মিয়াসহ সাতজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ৯টার দিকে দুজন মারা যান।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।